দিগন্ত নিউজ ডেক্স : বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত তিন রোগীর খবর নিশ্চিত করার পর গত ২৪ ঘণ্টায় নতুন কারও শরীরে করোনা শনাক্ত হয়নি বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর)। সোমবার দুপুরে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
রোববার বাংলাদেশে তিনজন করোনা আক্রান্ত রোগী শনাক্তের কথা জানান তিনি। আক্রান্তদের মধ্যে একজন নারী। তাদেরকে রাজধানীর কুর্মিটোলা হাসপতালের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আক্রান্তদের মধ্যে দু’জন সম্প্রতি ইতালি থেকে দেশে ফিরেছেন বলেও জানানো হয়। আরেকজন আক্রান্ত একজন থেকে আক্রান্ত হয়েছেন।
ডিসেম্বরের শেষে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে শনিবার পর্যন্ত বিশ্বে নিহত হয়েছেন ৩৮৩১ জন এবং আক্রান্তের সংখ্যা ১ লাখ ১০ হাজারের বেশি। চীনে করোনার প্রভাব কমতে শুরু করলেও বিশ্বের অন্যান্য দেশে তা দ্রুত ছড়িয়ে পড়ছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়া, ইরান, ইতালি। এছাড়া যুক্তরাষ্ট্রেও আক্রান্ত ও নিহতের সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত বিশ্বের ১০৩টি দেশ ও অঞ্চলে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে।