Logo
নোটিশ ::
Wellcome to our website...

১৬ অক্টোবর থেকে খুলছে সিনেমা হল

রিপোর্টারের নাম / ৩৮৮ বার
আপডেট সময় :: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০, ১১:২৭ পূর্বাহ্ন

দিগন্ত ডেক্স : করোনা পরিস্থিতিতে প্রায় সাত মাস বন্ধ থাকার পর সিনেমামোদীদের জন্য এলো সুখবর। অবশেষে দেশের সিনেমাহলগুলো খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। করোনা পরিস্থিতি আরো অবনতি না হলে স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৬ অক্টোবর সারা দেশের সিনেমা হলগুলো খুলে দেয়া হবে। গেল সোমবার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সঙ্গে বৈঠকের পর তথ্যমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সিনেমা হল খোলার বিষয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। আগস্ট মাসের শুরুর দিকে একবার বসেছিলাম। সেই বৈঠকে সিদ্ধান্ত ছিল ১৫ সেপ্টেম্বরের পর বৈঠক করে আমরা সিদ্ধান্ত নেব। সেই মর্মে আজ বিস্তারিত আলোচনা হয়েছে।’ তথ্যমন্ত্রী বলেন, ‘আলোচনা করে আমরা যে ঐকমত্যে উপনীত হয়েছি সেটি হচ্ছে- যদি করোনা পরিস্থিতি এখন যে পর্যায়ে আছে, ট্রেন্ডটা যদি কমতির দিকেই থাকে, তাহলে ১৬ অক্টোবর থেকে সিনেমা হল খুলতে পারি। এ বিষয়ে আমরা অবশ্যই প্রধানমন্ত্রীর সম্মতি গ্রহণ করব।’ হাছান মাহমুদ বলেন, ‘সিনেমা হল খুললে সেক্ষেত্রে স্বাস্থ্য বিধি মানতে হবে। ধারণক্ষমতার অর্ধেক দর্শক নিয়ে সিনেমা হল চালু হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কীভাবে আসন বিন্যাস হবে সেটা নিয়েও আমরা আলোচনা করেছি। সেভাবেই আসন বিন্যাস করতে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর

Theme Created By ThemesDealer.Com