নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনায় সৎ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রাসেল মিয়া (৩২) নামে এক বাবাকে গ্রেফতার করেছে স্থানীয় থানা পুলিশ।
বুধবার রাতে নেত্রকোনা পৌর শহরের কাটলী এলাকার ভাড়াটিয়া বাসিন্দা ওই বাবাকে তার বাসার সামনে থেকে গ্রেফতার করা হয়।
রাসেল মিয়ার পত্রিক বাড়ি মাকিগঞ্জ সদর উপজেলার মিতুরা গ্রামে। তার বাবার নাম আরশেদ আলী। সে পেশায় পিঠা বিক্রেতা।
পুলিশ ও স্থানীয়রা জানান, ৫ম শ্রেণি পড়ুয়া ১৪ বছর বয়সি মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠে সৎ বাবা রাসেল মিয়ার বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে জানায়।পুলিশ বুধবার রাত ১০টার দিকে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করে। ভুক্তভোগী ওই কিশোরীর মায়ের সঙ্গে ৯ বছর আগে বিয়ে হয় অভিযুক্ত রাসেল মিয়ার। এ বিয়ের পর থেকেই রাসেল তার সৎ মেয়ে ও স্ত্রীকে নিয়ে নেত্রকোনার ওই বাসায় থাকে।
নেত্রকোনা মডেল থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে ওই কিশোরী বাদী হয়ে বুধবার রাতে থানায় মামলা করেন। রাসেলকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।