বেনাপোল প্রতিনিধি : স্বাস্থ্যবিধি মেনে যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল ৯টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহন। যা বিরতিহীন ভাবে চলবে বিকেল ৫টা পর্যন্ত । এলাকায় মোটরসাইকেলসহ গণপরিবহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আগেই। মঙ্গলবার সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে।
কেশবপুর আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার (নৌকা), বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী কেশবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নেতা আবুল হোসেন আজাদ (ধানের শীষ), জাতীয় পাটির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় নেতা সাংবাদিক হাবিবুর রহমান হাবিব (লাঙল) প্রতীক নিয়ে ভোটযুদ্ধে মাঠে নামেন ।
২৯ মার্চ নির্বাচন হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে স্থগিত করা হয়। এখন সাংবিধানিক বাধ্যবাধকতা থেকে এ নির্বাচন করছে ইসি। ১৫ জুলাই এই আসনের নির্বাচন অনুষ্ঠানের জন্য সংবিধান নির্ধারিত ১৮০ দিন শেষ হবে।