দিগন্ত ডেক্স : টাঙ্গাইলের দেলদুয়ার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন ৪০ পরিবার। আজ বৃহস্পতিবার (১৩ মে) সকাল ৯ টায় উপজেলার শশীনাড়া গ্রামে এ ঈদ উদযাপন করেন ধর্মপ্রাণ মুসুল্লিরা।
জানা গেছে, সকাল ৯টায় স্থানীয় মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন। তবে সরকারি নির্দেশনা মেনে ঈদের নামাজ মসজিদে আদায় করেন। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মার জন্য দোআ করা হয়। সৌদির সঙ্গে একই দিনে ঈদ উদযাপন করতে পেরে আনন্দ প্রকাশ করেন গ্রামের মুসুল্লিরা।