দিগন্ত নিউজ ডেক্স : নীলফামারীর সৈয়দপুরে একটি গাড়ি থেকে চোরাই পথে আনা ১০০ কার্টন ভারতীয় গরুর কলিজা জব্দ করা হয়েছে। মঙ্গলবার নীলফামারীর সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ওই কলিজা জব্দ করা হয়।
সূত্র জানায়, ঢাকার মীরপুর থেকে মিথুন নামে একটি গাড়িতে সৈয়দপুরের আরমান নামে এক ব্যক্তির কাছে ১০০ কার্টন ভারতীয় গরুর কলিজা পাঠানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এসব কলিজা জব্দ করে। এসব কলিজা হোটেল-রেস্তেরাঁয় খাওয়ানো হচ্ছে বলে সূত্রটি জানিয়েছে।
সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার সত্যতা নিশ্চিত করে জানান, ভারত থেকে চোরাই পথে ওই সব কলিজা আনা হয়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে।