দিগন্ত ডেক্স : সেলফি তোলার সময় বজ্রপাতে ১১ জন নিহত হয়েছেন। এ ছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন। জয়পুরের কাছাকাছি আমের প্যালেসের সামনে বজ্রপাতে তাদের মৃত্যু হয় বলে জানায় ভারতীয় গণমাধ্যম।
উক্ত খবরে বলা হয়, বৃষ্টির মধ্যে ওয়াচ টাওয়ারে যখন তারা সেলফি তোলায় ব্যস্ত এমন সময় বজ্রপাত হয়। বজ্রপাতের সময় ২০ জনের মতো মানুষ ওয়াচ টাওয়ারে ছিলেন। ভয়ে ওয়াচ টাওয়ার থেকে লাফ দেওয়ার কারণে আহত হয়েছেন অনেকে।
রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলত নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি করে অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দেন। এ ঘটনা ছাড়াও রাজ্যে রোববার বজ্রপাতে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৭ জন শিশু। এ ঘটনায় শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
জানা যায়, রোববার (১১ জুলাই) রাজস্থানের বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টি হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে সোমবারও (১২ জুলাই) বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। উত্তরপ্রদেশের শিকোহাবাদের নাগলা উমর গ্রামে দু’জন কৃষক বজ্রপাতে মারা গেছেন। একটি নিমগাছের নিলে সরাসরি নিম গাছে বাজ পড়ে। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। অপর একটি গ্রামেও অমর সিং নামে এক কৃষকের মৃত্যু হয়।
রোববার (১১ জুলাই) রাজস্থানের বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টি হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে সোমবারও বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।