দিগন্ত ডেক্স : নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় ৮ মন চিংড়ি মাছ জব্দ করেছে বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বনরক্ষীরা। বুধবার (৪ আগষ্ট) ভোর রাতে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধারিয়া খাল থাকা একটি নৌকা থেকে এ মাছ জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করতে পারেনি বনরক্ষিরা।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের এসিএফ (সহকারি বন সংরক্ষক) এনামুল হক বলেন, সুন্দরবনে তিনমাস পাস পারমিট বন্ধ রয়েছে। নিষিদ্ধ এ সময়ে সুন্দরবনের আন্ধারিয়া খালে অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বনবিভাগ। এসময় খালে থাকা একটি নৌকা তল্লাশি করে ৮ মন চাকা চিংড়ি ও দুটি ককসেট ও প্লাস্টিকের বস্তা জব্দ করা হয়।
এসময় বনরক্ষিদের উপস্থিতি টের পেয়ে র্দূবৃত্তরা বনের গহিনে পালিয়ে যায়। জব্দকৃত মাছগুলো কেরাসিন তেল দিয়ে মিশিয়ে মাটি চাপা দেওয়া হয়েছে এবং নৌকাটি ভেঙ্গে ফেলা হয়।