দিগন্ত ডেক্স : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে অবৈধ ভাবে প্রবেশ করে মৎস্য আহরণের অপরাধে মাছধরার সরঞ্জাম ও একটি ট্রলারসহ চার ভারতীয় জেলেকে আটক করেছে সাতক্ষীরা বনবিভাগ। গতকাল শনিবার (২১ আগস্ট) বিকালে ভারতের সীমানা অতিক্রম করে সাতক্ষীরা সুন্দরবন রেঞ্জের পুষ্পকাটি এলাকায় প্রবেশ করে মৎস্য আহণ করার সময় এই চার ভারতীয় নাগকিকে আটক করা হয়। তারা প্রত্যেকে ভরতের চব্বিশ পরগনা জেলার নাগরিক।
আটককৃতরা হলেন ভারতের চব্বিশ পরগনা জেলার ঝড়খালী ভাসন্তী এলাকার বঙ্কিম মন্ডলের ছেলে বিকাশ মন্ডল (৪৯), একই এলাকার প্রফুল্য’র ছেলে শিকদার কৃষ্ণ (৪৫), সুধীর সরদারের ছেলে অলোক সরদার (৩৮), ধীরেন সরদারের ছেলে গুরুদাস সরদার।