সিলেট ব্যুরো : সুনামগঞ্জের মাদক চোরাচালান মামলায় দুই মাদক ব্যবসায়ীকে জেলা কারাগারে পাঠিয়েছেন বিজ্ঞ আদালত।
শনিবার আদালতের মাধ্যমে মাদক ব্যবসায়ীদের কারাগারো পাঠানো হয়। কারাগারে প্রেরণকৃত আসামীরা হলেন, সদর উপজেলার গুচ্ছি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে কবির হোসেন ও একই গ্রামের আব্দুল হকের ছেলে গোলাম হোসেন সুমন।
জানা গেছে, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯,সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্প’ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যৌথ টিম শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে কবির ও গোলাম হোসেন সুমনকে গ্রেফতার করেন। এরপর তাদের হেফাজত হতে ৪৮ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. সহিদুর রহমান জানান, জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে মামলা দায়েরপুর্বক আদালতের মাধ্যমে শনিবার জেলা কারাগারে পাঠানো হয়।