সিলেট ব্যুরো : সুনামগঞ্জের ধোপাজান নদীর নৌ পথে বালু পাথরবাহি নৌযান আটক করে চাঁদা আদায়কালে তিন নৌ চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার ইব্রাহীমপুরের সামসু মিয়ার ছেলে জুয়েল মিয়া, নুরুল আমিনের ছেলে রেজা উদ্দিন ও সুজা উদ্দিন।
সোমবার রাতে আলামতসহ গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
জানা গেছে, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল লে. কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে সদর উপজেলার ইব্রাহীমপুর গ্রাম সংলগ্ন ধোপাজান নদীর নৌ পথে বালু পাথর পরিবাহী নৌযান আটক করে চাঁদা আদায়কালে সোমবার বিকেলে জুয়েল,সুজা ও রেজাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকালে চাঁদা আদায়কাজে ব্যবহ্নত একটি কাঠের তৈরী দেশীয় নৌকা, আদায়কৃত চাঁদার বিপুল পরিমাণ নগদ টাকা,পাঁচটি সিমসহ ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।
সোমবার রাতে সদর মডেল থানার ওসি মো. সহিদুর রহমান জানান, র্যাবের পক্ষ থেকে গ্রেফতারকৃতদের ব্যাপারে থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।