নেত্রকোনা প্রতিনিধি : সম্প্রতি সিলিন্ডার গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে নেত্রকোনা জেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হয়েছে। শুক্রবার সন্ধ্যায় (৩ সেপ্টেম্বর) নেত্রকোনা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চক্তরে এ সমাবেশ হয়।
অবিলম্বে গ্যাস সিলিন্ডারের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়ে সমাবেশে বক্তরা বলেন, ১২ কেজি গ্যাস সিলিন্ডারে খুচরা মূল্য ৮০০ টাকার মধ্যে রাখা হোক।
সমাবেশে বক্তব্য রেখেছেন, নেত্রকোনা জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক নলিনী কান্ত সরকার, কেন্দ্রীয় যুব ইউনিয়ন সদস্য শাখারভ হোসেন সেবক, জেলা যুব ইউনিয়নের সহ-সভাপতি পুলক দে, জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি পার্থ প্রতিম সরকার প্রমুখ।সমাবেশে সঞ্চালনা করেন নেত্রকোনা জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল । #