দিগন্ত ডেক্স : সারাদেশে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। সপ্তাহের শেষ দিকে বাড়তে পারে শীতের প্রকোপ। ঘন কুয়াশার কারণে আকাশ মেঘলা, কমছে তাপমাত্রা। সারা দেশে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত মাঝারি বা ঘন কুয়াশা পড়তে পারে এবং বিকাল পর্যন্ত কোথাও কোথাও তা অব্যাহত থাকবে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস রাজারহাটে এবং সর্বোচ্চ তাপমাত্রা ডিমলায় ২৬ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া রাতের তাপমাত্রা প্রায় পরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দুইদিনে সারাদেশে আবহাওয়া পরিস্থিতির সামান্য পরিবর্তন হতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপ মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি একটা অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের নদী অববাহিকায় হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পরতে পারে।