দিগন্ত ডেক্স : সাভারে বহুতল ভবনের নয়তলা ছাদ থেকে পড়ে রাজিয়া সুলতানা (১৪) নামের এক গৃহকর্মী কিশোরীর মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠিয়েছে পুলিশ। বুধবার (৪ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল ইসলাম।
এরআগে মঙ্গলবার (৩ আগস্ট) রাত ৯টার দিকে সাভারের শিমুলতলা আরআরপি গার্ডেন নামের একটি ভবনে এ ঘটনা ঘটে। নিহত রাজিয়া সুলতানা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার চন্ডিপুর গ্রামের রাজু সরকারের মেয়ে। সে আরআরপি গার্ডেন ভবনের ১৫/১ ফ্লাটে আজমল হোসেনের বাসায় প্রায় ৬ বছর ধরে গৃহকর্মী হিসেবে কাজ করে আসছিলো বলে জানা গেছে।
এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল ইসলাম বলেন , রাতে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাজিয়া আত্নহত্যা করেছে। তবে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। এছাড়া নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।