দিগন্ত ডেক্স : নেত্রকোনায় করোনা চলাকালে ক্ষতিগ্রস্থ সংস্কৃতি কর্মীদের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। আজ সোমবার (২৪ মে) সকালে জেলা সার্কিট হাউজ হলরুমে ৮৬ জনের মাঝে এই সহায়তা বিতরণ করা হয়।
জেলা প্রশাসনের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান।
জেলা প্রশাসক কাজি আব্দুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার আকবর আলী মুন্সি,অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ, প্রেসক্লাব সম্পাদক এম. মুকলেছুর রহমান খান, জেলা উদিচির সভাপতি মোস্তাফিজুর রহমান খানসহ আরো অনেকে।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীগণ উপস্থিত ছিলেন। এ সময় জেলার ৮৬ জন সংস্কৃতি কর্মীর মাঝে নগদ টাকা প্রদান করেন অতিথিবৃন্দরা।