Logo
নোটিশ ::
Wellcome to our website...

সংক্রমণ ঠেকাতে যে জিনিস গুলো জীবাণুমুক্ত করা জরুরি

রিপোর্টারের নাম / ৩৭১ বার
আপডেট সময় :: শনিবার, ১৮ এপ্রিল, ২০২০, ১:১২ অপরাহ্ন

দিগন্ত নিউজ ডেক্স : করোনার সংক্রমণ ঠেকাতে আমাদের সর্তক হওয়া প্রয়োজন। ঘরে দরজার হাতল ও সিঁড়ির রেলিং স্পর্শ করতেই হয়। সংক্রমণ রোধে এগুলো পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখা জরুরি। যেসব জিনিস জীবাণুমুক্ত করতে হবে-

১. সারাসরি হাত দিয়ে দরজা না খোলাই ভালো। ডিসপোজেবল গ্লাভস পরে দরজার হাতল ও সিঁড়ির রেলিং স্পর্শ করুন।

২. ঘরের আরও বেশ কিছু জিনিস জীবাণুমুক্ত রাখতে হবে। এগুলো হলো- টেবিল, দরজার হাতল, ডেস্ক, কিচেনের কাউন্টারটপ, কিচেনের সিঙ্ক, বাথরুম, পানির কল। এসব জিনিস পরিষ্কারের জন্য সাবান ও পানি ব্যবহার করতে পারেন।

৩. হার্ড সারফেস পরিষ্কারের জন্য বাড়িতেই বানান ব্লিচ সলিউশন। এক লিটার পানিতে চার টেবিল চামচ ব্লিচ মেশান।

৪. ফোন, কি-বোর্ড, টিভির রিমোটে ওয়াইপেবল কভার লাগাতে পারেন। এছাড়া অ্যালকোহলযুক্ত ওয়াইপস বা স্প্রে ব্যবহার করুন।

৫ জামা-কাপড়, তোয়ালে এসব পরিষ্কারের ক্ষেত্রে ওয়াশিং মেশিনে সবচেয়ে ওয়ার্মেস্ট ওয়াটার সেটিং ব্যবহার করুন। আর এমনিতে পরিষ্কার করলে গরম পানিতে ভিজিয়ে রাখুন কিছুক্ষণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর

Theme Created By ThemesDealer.Com