কলমাকান্দা প্রতিনিধি : সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ও কলমাকান্দা সদর ইউনিয়নের চত্রংপুর গ্রামের মুহাম্মদ এজমল হোসেন পাইলট এর ” মা ” হাসনা হেনা (৭০) শনিবার দুপুর প্রায় ২ টা ৩০ মিনিটে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ইন্তেকাল ফরমাইয়াছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী , ছয় মেয়ে ও এক ছেলে সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার রাত বাদ এশা কলমাকান্দার চত্রংপুর মাদ্রাসার প্রাঙ্গণে জানাযা নামাজ শেষে নিজ বাড়ীতে পারিবারিক গোরস্থানে দাফন করা হয় ।
মরহুমার মৃত্যুতে বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও গভীর শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।