শেখ শামীম, কলমাকান্দা নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের সিধলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জনাব, ম. মফিজুর রহমান তালুকদার বাচ্চু (৫৭) স্যার ডায়াবেটিস, কিডনি ও হৃদরোগ জনিত সমস্যা রাজধানী ঢাকায় ইসলামিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার (০১মে) ভোর ৫টা ১০মিনিটে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ছেলেসহ বহু গুনগাহী রেখে গেছেন।
আজ শুক্রবার (০১মে) জুম্মা বাদ মরহুমের কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের বিষুমপুর গ্রামের নিজ বাড়িতে জানাজা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
এদিকে প্রধান শিক্ষক, জনাব, ম. মফিজুর রহমান তালুকদার বাচ্চু স্যারের ইন্তেকালে কলমাকান্দা উপজেলার মাধ্যমিক শিক্ষা পরিবার মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ।