দিগন্ত ডেক্স : ময়মনসিংহের সদরে ১১ বছরে’র শিশুকে অসামাজিক কাজ করার চেষ্টার মামলায় সোহরাব মিয়া (৬০) নামে একজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।সোহরাব মিয়া সদর উপজেলার মৃত দানেশ মিয়ার ছেলে।
শনিবার (২ অক্টোবর) বিকালে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন।
তিনি বলেন, গত ৩০ অক্টোবর দুপুরে মাছ দেখানোর কথা বলে ১০ শিশুকে নিজ ঘরে ডেকে নিয়ে দরজা বন্ধ করে অসামাজিক কাজের চেষ্টা করে সোহরাব। পরে ওই শিশু চিৎকার করলে বৃদ্ধ সোহরাব তাকে ছেড়ে দেয়।
এ বিষয়টি জানাজানি হলে ওই শিশুর অভিবাবক রাতেই থানায় অভিযোগ করেন। পরে ১ অক্টোবর রাতে অভিযান চালিয়ে পুলিশ সোহরাব মিয়াকে গ্রেফতার করে।
এ ঘটনায় শনিবার (২ অক্টোবর) সকালে কোতোয়ালী থানায় মামলা দায়েরের পর তাকে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠায় পুলিশ।