দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার নব নিবার্চিত মেয়র আলা উদ্দিন আলাল ও কাউন্সিলরগনের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ময়মনসিংহের জেলা পরিষদ মিলনায়তন এ শপথ অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে নেত্রকোনা জেলার দুর্গাপুর, ময়মনসিংহের ভালুকা, ঈশ^রগঞ্জ ও গৌরীপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলদের শপথ পাঠ করান ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান (এনডিসি) মহোদয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা, জেলার প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের মাধ্যমে পৌর নিবার্চন সম্পন্ন হওয়ায় ভোটার, নিবার্চন কমিশন ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
মেয়র আলা উদ্দিন বলেন, মানুষের ভালোবাসায় আজ একটি নতুন দায়িত্ব পেলাম। এর জন্য মহান আল্লাহ্ এবং দেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দুর্গাপুর পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে দাঁড় করাতে চাই। পৌরবাসীর সেবার মান আরো বাড়াতে, সকলকে নিয়ে একসাথে কাজ করতে চাই। আমি পৌরসভার মেয়র নই, আমি আপনাদের সন্তান আলাল। আমাকে আপনাদের সন্তান ভেবে পৌরসভার উন্নয়নে কাজ করতে এগিয়ে আসার আহবান জানাই। আপনারা আমার জন্য দোয়া করবেন।