দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : জেলার দুর্গাপুরে সারাদেশের মতো করোনা সংক্রমনের কারনে নেত্রকোনা জেলাকে লকডাউন ঘোষনা করা হয়েছে। নিরাপদ দুরত্ব বজায় রেখে সরকারী বিধি নিষেধ মেনে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান খোলা থাকার কথা থাকলেও ভোর ৪টা থেকে চলছে হার্ডওয়্যার ব্যবসা।
এ নিয়ে সোমবার ভোররাতে পৌরশহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, করোনা ইস্যুতে সব রকমের জনসমাগম এড়িয়ে চলার কথা থাকলেও পৌর শহরে চলছে তার উল্টো নিয়ম। রাত ৩টা থেকেই হার্ডওয়্যারের পাইকারী দোকান গুলোতে গাদাগাদি ও মানুষের সমাগম করে পন্য বিক্রির ধুম পড়ে যায়। ওই বেচাকেনা চলে সকাল ৯টা পর্যন্ত। প্রশাসনের লোকজন মাঠে আসার পুর্বেই গুটিয়ে নেয়া হয় তাদের নিত্য দিনের কার্যক্রম। বোঝার কোন উপায়ই থাকেনা এখানে এত বড় জনসমাগম করে বেচাকেনা চলছিলো। ইতোমধ্যে বেশ কয়েকবার অত্র উপজেলা থেকে করোনা সন্দেহে নমুনা প্রেরণ করা হলেও বারং বার রিপোর্ট নেগেটিভ আসায় সাধারণ মানুষ জনসমাগমের বিষয়টি পাত্তাই দিচ্ছেনা বলে মনে করছেন সচেতন মহল। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহরে মোবাইল কোর্ড পরিচালনা, করোনা সচেতনতায় মাইকিং, বাজার মনিটরিং ও পুলিশ প্রশাসনের টহল অব্যাহত থাকলেও বন্ধ হচ্ছেনা জনসমাগম।
এ নিয়ে পৌর মেয়র আলহাজ¦ মাও: আব্দুস ছালাম বলেন, বিষয়টি আমরা শুনেছি, করোনা ইস্যুতে জনসমাগম এড়াতে মোবাইল কোর্টের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।