সিলেট ব্যুরো : লকডাউন উপেক্ষা করে সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্তনদী জাদুকাটায় অবৈধভাবে কোয়াযরি খনন করে বালু পাথর লুটে জড়িত ৭ শ্রমিককে থানা পুলিশ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছেন।
রোববার দুপুরে মামলা দায়েরেরপর শ্রমিকদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
কারাগারে প্রেরণকৃত শ্রমিকরা হলেন,উপজেলার ঘাগটিয়া গ্রামের খোয়াজ আলীর ছেলে আবদুল কাহার,নুর জামালের ছেলে রবিউল, মৃত নুর মোহাম্মদদের রফিকুল ও আবিকুৃল,ফারুক মিয়ার ছেলে আশিক নুর, নুরুজ আলীর ছেলে সোবায়েল, ফরিদ মিয়ার ছেলে আনোয়ার।
এরপুর্বে থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা রবিবার সকালে ও শনিবার মধ্যরাতে দু’দফা অভিযান চালিয়ে লকডাউন উপেক্ষা করে জাদুকাটা নদীতে কোয়ারি খনন করে বালু পাথর লুটের সময় ওই সাত শ্রমিককে আটক করেন।
রবিবার দুপুরে থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ি সহকারি বিট অফিসার এএসআই মো. বেল্লাল হোসেন বাদী হয়ে থানায় ২০ কোয়ারি মালিককে অজ্ঞাত নামা ও ৭ শ্রকিকের নামোল্লেখ করে একটি মামলা দায়ের করেন।
প্রসঙ্গত, বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রতিরোধে সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট গত ১২ এপ্রিল হতে গোটা জেলাকে লকডাউন ঘোষষা করেন।