দিগন্ত ডেক্স : রাজধানীর উত্তর কমলাপুরের সিটি স্পেস ইন্টারন্যাশনাল নামে একটি আবাসিক হোটেল থেকে মেহনাজ জেরিন নিপা (২৪) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রোববার স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে এক তরুণের সঙ্গে ওই হোটেলের ২১০ নম্বর কক্ষে উঠেছিলেন তিনি। পুলিশ কর্মকর্তারা বলছেন, প্রাথমিকভাবে নিপা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধারের সময়ে স্বামী পরিচয় দেওয়া ওই তরুণকে খুঁজে পায়নি পুলিশ। মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, দুপুরে সংবাদ পেয়ে ওই আবাসিক হোটেলের দ্বিতীয় তলার ১০ নম্বর কক্ষের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। গত ৩ জানুয়ারি ওই হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে উঠেছিলেন দু’জন। ডাক্তার দেখানোর কথা বলে তরুণীকে রেখে তার স্বামী চলে যান। পরে তিনি আর ফিরে আসেননি।
পুলিশের এই কর্মকর্তা বলেন, মৃত তরুণীর কথিত স্বামী ও তরুণী উভয়ে অসুস্থ ছিলেন। মেয়েটির অসুস্থতার কিছু কাগজপত্রও পাওয়া গেছে। পরিবারের সদস্যদের সংবাদ দেওয়া হয়েছে। তাদের সঙ্গে কথা বলে তদন্তের পর বিস্তারিত জানা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই তরুণী আত্মহত্যা করেছেন। কক্ষ থেকে চিকিৎসা সংক্রান্ত কিছু কাগজপত্র পাওয়া গেছে। তা যাচাই করে তরুণীর পরিচয় শনাক্ত করা হয়। তার বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বড় দশিয়া গ্রামে। তার বাবার নাম হুমায়ুন কবির।