দিগন্ত ডেক্স : একেতো গরম তার উপর দীর্ঘ সময় জানজটে পরে নাকাল রাজধানীবাসী। রাজধানীর কুড়িলে শ্রমিকরা রাস্তা বন্ধ করে বিক্ষোভ করায় ঐদিকের রাস্তায় লেগে গেছে দীর্ঘ জানজট। যার কারনে ভোগান্তিতে পরেছে মানুষজন।
জানা যায় বিনা নোটিশে কারখানা বন্ধের প্রতিবাদে পোশাক শ্রমিকরা বিক্ষোভ করছে। শুক্রবার সকালে এই ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া প্রর্যন্ত শ্রমিকরা এখনও রাস্তা বন্ধ করে বিক্ষোভ অব্যাহত রেখেছে।