দিগন্ত ডেক্স : আজ আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি কর্কট। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: চন্দ্র ও মঙ্গল। ২৭ তারিখে জন্ম হবার কারনে আপনার ওপর মঙ্গলের প্রভাব প্রবল। আপনার শুভ সংখ্যা : ৯,১৮,২৭। আপনার শুভ বর্ণ : সাদা ও লাল। শুভ গ্রহ ও বার: সোম ও মঙ্গল। শুভ রত : মুক্তা ও প্রবাল।
আজকের দিনের শুভ রং : আজ লাল ও সাদা বর্ণের মিশ্রণ আপনার জন্য সৌভাগ্য বয়ে আনতে পারে।
আজকের দিনের শুভ সময় : জ্যোতিষ শাস্ত্রানুসারে আজকের শুভ সময় : সকাল: ৭:১৮-৯:৫৮, দুপর: ১২:৩৮-৩:১৮, বিকাল: ৫:০৫-৫:৫৯ রাত: ৬:৫২-৮:১৭, ১১:০৮-১:১৬ পর্যন্ত।
চন্দ্রাবস্থান : আজ চন্দ্র মকর রাশিতে অবস্থান করবে। ৩য়া তিথি রাত: ৭:২৪ পর্যন্ত পরে ৪র্থী তিথি চলবে।
আজকের বর্জণীয় খাদ্য : আজ রাত: ৭:২৪ পর্যন্ত পটল পরে মূলা খাওয়া নিষেধ।
মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল) : মেষ রাশির জাতক জাতিকার দিনটি ঝামেলাপূর্ণ। কাজে কর্মে অকারনেই জটিলতা বৃদ্ধি পাবে। পদস্ত কর্মকর্তার অনিহা ও স্বদিচ্ছার অভাবে আপনার পদোন্নতি বা আয় রোজগারে দেখা দেবে বাধা। পিতার সাথে কোনো কারনে মনমালিন্যে জড়িয়ে যেতে পারেন। ব্যবসায়ীদের কাজের ক্ষেত্রে বারবার প্রশাসনিক বাধা দেখা দেবে।
বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে) : বৃষ রাশির জাতক জাতিকার দিনটি ভাগ্য উন্নতিতে বাধা বিপত্তির। উচ্চ শিক্ষায় হটাৎ করেই বিরতি দেখা দেবে। আর্থিক অনিশ্চয়তার কারনে বিদেশ যাত্রার চিন্তা বাদ দিতে হতে পারে। ধর্মীয় ও আধ্যাত্মীকতার কাজে আগ্রহ কমে আসবে। শিক্ষা ও গবেষণামূলক কাজে শিক্ষকের সাহায্য আশা করে কোনো লাভ নেই।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন) : মিথুন রাশির জাতক জাতিকার ঝুঁকিপূর্ণ কাজে কাঙ্খীত লক্ষ্য পূরণ সম্ভব নয়। শেয়ার ব্যবসায়ীদের বিনিয়োগে ঝুঁকি বৃদ্ধি পাবে। পাওনাদার ও ব্যাংকের তাগাদায় ঋণগ্রহীতাদের মানসিক শান্তি হবে শেষ। পরিবারের কারো অসুস্থতায় অর্থ ব্যয় হতে থাকবে। পুলিশী হয়রানি ও ঝামেলা থেকে সাবধান থাকবেন।
কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই) : কর্কট রাশির জাতক জাতিকার সাংসারিক কাজে দেখা দেবে জটিলতা। হটাৎ করেই জীবন সাথীর শারীরিক অবস্থার অবনতি হতে পারে। অংশিদারী ব্যবসা বাণিজ্যে অব্যাহত লোকশানের কারনে মানসিক ভাবে থাকবেন বিদ্ধস্ত। অবিবাহিতদের বিবাহ শাদীতে হটাৎ করেই করোনার প্রভাব পড়তে থাকবে।
সিংহ রাশি (২১জুলাই – ২১ আগষ্ট) : সিংহ রাশির জাতক জাতিকার আজ কর্মস্থলে ধীরস্থির থাকতে হবে। সহকর্মী ও অধিনস্ত কর্মচারীদের কারনে কাজে বারবার বাধার সম্মূখীন হতে হবে। আপনার রাগ ও জেদকে আজ নিয়ন্ত্রণ করতে হবে। অনৈতিক সম্পর্কের কারনে জটিলতায় জড়িয়ে পড়ার আশঙ্কা। আপনার শত্রুরা আপনার নামে দূর্ণাম দিতে পারে।
কন্যা রাশি (২২ আগষ্ট-২২ সেপ্টেম্বর) : কন্যার জাতক জাতিকার উচ্চ শিক্ষায় দেখা দেবে বাধা। প্রেম ভালোবাসার ক্ষেত্রে আসবে বিচ্ছেদ। বহু দিনের প্রেম ভেঙ্গে যাওয়াতে মন খুব খারাপ থাকবে। সন্তানের পড়াশোনায় অমনযোগ আপনার শান্তি হরনের কারন হতে পারে। সৃজনশীল কাজের সাথে জড়িতদের সময় ভালো যাবে না।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর- ২১ অক্টোবর) : তুলা রাশির জাতক জাতিকার দিনটি সাংসারিক জটিলতা মোকাবেলার। আয় রোজগারের চেষ্টায় পরিবারের লোকেদের সাহায্য আশা করা বৃথা। কর্মস্থলে কোনো অনভিপ্রেত সংবাদ আপনার মনকে খারাপ করে দেবে। মায়ের শারীরিক অসুস্থতা আপনার মানসিক অবস্থার অবনতি করাবে। গৃহস্থালী কোনো কাজে জটিলতা বাড়বে।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর) : বৃশ্চিক রাশির জাতক জাতিকার বৈদেশিক যোগাযোগে দেখা দেবে জটিলতা। ছোট ভাই বোনের উন্নতিতে বাধা আপনার মনদুঃখের কারন হতে পারে। সাংবাদিক ও মিডিয়াকর্মীদের সময়টা খুব একটা ভালো নয়। প্রশাসনিক জটিলতা বৃদ্ধি পাবে। আপনার ইন্টারনেট ও মোবাইলের যোগাযোগে দেখা দেবে বাধা।
ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর) : ধনু রাশির জাতক জাতিকার দিনটি আর্থিক ক্ষেত্রে জটিলতার। খুচরা ও পাইকারী ব্যবসা বাণিজ্যে দেখা দেবে অর্থ সঙ্কট। সংসারের ছোট ছোট বিষয় নিয়ে দেবর ননদের সাথে অহেতুক তর্কে জড়িয়ে যেতে পারেন। খাদ্য ও পানিয়ের ব্যবসায়ীরা পড়তে পারেন প্রশাসনিক জটিলতায়।
মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি) : মকর রাশির জাতক জাতিকার দিনটি হতে পারে প্রতিকূলতায় পূর্ণ। মানসিক অবস্থার অবনতি হতে পারে। কাজের চাপ ও পারিবারিক চাপে অসুস্থ হয়ে পড়তে পারেন। কর্মস্থলে কিছু গোপন শত্রু আপনার ক্ষতি করতে চেষ্টা করবে। সন্তান ও স্ত্রীর শারীরিক সমস্যার কারনে হবে অর্থ ব্যয়। লোকে আপনাকে হটাৎ করেই ভুল বুঝতে শুরু করবে।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) : কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি হতে পারে ব্যয় বহুল। অনাকাঙ্খীত ব্যয়ের বোঝা আপনার কাঁধে চাপিয়ে লোকে মজা দেখবে। প্রবাসীদের শারীরিক ঝুঁকির আশঙ্কা। কোনো কাজ করতে গিয়ে দূর্ঘটনায় পড়তে পারেন। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) : মীন রাশির জাতক জাতিকার বড় ভাই বোনের জন্য অর্থ ব্যয় করতে হবে। চাকরিজীবীদের বিল আদায়ে দেখা দেবে দাপ্তরিক জটিলতা। প্রভাবশালী রাজনৈতিক নেতার দ্বারা হয়রাণির শিকাড় হতে পারে। প্রিয় বন্ধুই আপনার বড় ক্ষতি করার চেষ্টা করবে। ঠিকাদারী কাজের ক্ষেত্রে আমলার দ্বারা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ভয়।