দিগন্ত ডেক্স : ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের তারাকান্দার গাছপাড়া বাজার এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে শিশুসহ ৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২ জন। দুর্ঘটনার পর ময়মনসিংহ-নেত্রকোনা রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।তাদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৩ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
দুপুরে নেত্রকোনা থেকে ঢাকাগামী শাহজালাল পরিবহনের একটি বাসের সঙ্গে নেত্রকোনাগামী একটি সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সাতজন। তবে নিহতদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী ও একজন শিশু রয়েছে বলে স্থানীয়দের সূত্রে জানা গেছে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার কাজ চালাচ্ছে পুলিশ।’