দিগন্ত ডেক্স : ট্রেনে কাটা পড়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সোনা মিয়া (৮০) নামে এক শ্রবণ প্রতিবন্ধী এক বৃদ্ধ মারা গেছেন। নিহত সোনা মিয়া উপজেলার সোহাগী ইউনিয়নের বগাপুতা গ্রামের বাসিন্দা। রবিবার (৪ জুলাই) সকালে সোহাগী রেলক্রসিং সংলগ্ন এলাকায় ময়মনসিংহগামী পাথরবোঝাই ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধার।
স্থানীয়রা জানায়, সকালে বৃদ্ধ সোনা মিয়া সোহাগী রেলক্রসিং এলাকায় রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় ভৈরব থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী পাথর বোঝাই ট্রেন বারবার হুইসেল দেয়। সোনা মিয়া শ্রবণ প্রতিবন্ধী হওয়ায় ট্রেনের হুইসেল না শুনে রেললাইনের উপর দিয়েই হাটছিলেন। এমতাবস্থায় সোনা মিয়া ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান।
পরে স্থানীয়রা কিশোরগঞ্জ জিআরপি থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে বৃদ্ধের লাশ উদ্ধার করে।
কিশোরগঞ্জ জিআরপি থানার উপ-পরিদর্শক মোহাম্মদ ইউনুস বলেন, পরিবারের লোকজনের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেন। স্থানীয়দের কাছে জানা যায়, সোনা মিয়া শ্রবণ প্রতিবন্ধী ছিল। যে কারণে ট্রেনের হুইসেল শুনতে না পারায় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।