দিগন্ত ডেক্স : টাঙ্গাইলের ভূঞাপুরে মুরগির খাদ্যের বস্তায় মাথা মোড়ানো অবস্থায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে ভূঞাপুর থানা পুলিশ। মঙ্গলবার (৩ আগস্ট) সকালে উপজেলা অর্জুনা ইউনিয়নের বরুয়া এলাকায় আমিনুল ইসলামে এক ব্যক্তির বাড়ির পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে (পাট জাগের) পাশে প্লাস্টিকের বস্তা দেখতে পায়। পরে বস্তা খুলে দেখে নারীর মরদেহ।
এরপর থানা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে ভূঞাপুর থানার উপ-পরিদর্শক টিটু চৌধুরী জানান, উপজেলার বরুয়া এলাকা থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দুপুরে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া নারীর গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে। ময়নাত তদন্তের রিপোর্টে সুনির্দিষ্ট কারণ জানা যাবে।