দিগন্ত ডেক্স : মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় অভিযান চালিয়ে ৪টি ইটভাটাকে ১১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কৃষিজমির মাটি ব্যবহার করে ইট প্রস্তুত, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই এসব ভাটাগুলো চলছিল।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত জেলার বালুরচর ইউনিয়নে অভিযান চালানো হয়। জেলা প্রশাসন, পরিবেশ অধিদফতর, ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা এ অভিযানে অংশ নেয়।
এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. মোবারক হোসেনসহ পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা।