দিগন্ত ডেক্স : মুন্সীগঞ্জের শ্রীনগরে নিজ বাড়ি থেকে আব্দুল আহাদ (১৬) নামের নবম শ্রেনীর এক ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার ভাগ্যকূল ইউনিয়নের উত্তর কামারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আহাদ উত্তর কামারগাঁও গ্রামের মোফাজ্জল মৃধার পুত্র ও সে স্থানীয় আলহাজ্ব কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেদায়েতুল ইসলাম ভূইয়া জানান, দুপুরে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারে সদস্যদের ডেকে আনা হয়েছে, তারা জানিয়েছে বহুদিন যাবত ওই শিক্ষার্থী পেটের ব্যাথায় ভুগছিলো। শনিবার দুপুরে প্রচণ্ড পেটের ব্যাথা অনুভব করলে নিজের গলায় দাড়ালো বটি দিয়ে আঘাত করে সে। পরবর্তীতে হাসপাতালে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তবে তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় ব্যবহৃত বটি টি উদ্ধার করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণের প্রস্থতি চলছে।