দিগন্ত নিউজ ডেক্স : মিরপুরের বাউনিয়াবাদ এলাকার একটি টিনশেড বাড়িতে আগুন লেগে একই পরিবারের দুই শিশু ও এক নারী নিহত হয়েছেন। শনিবার ভোরে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের তৎপরতায় আধাঘন্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। নিহতরা হলেন, কল্পনা (৩৮), জান্নাত (১৩) এবং কাউসার (৮)।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, ভোর সাড়ে ৪টার দিকে মিরপুরের বাউনিয়াবাদ এলাকার একটি টিনশেড বাড়িতে মশার কয়েল থেকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ৬টার দিকে আগুন নেভায়। এ সময় বাসাটির ভেতর থেকে তিনজনের দগ্ধ লাশ উদ্ধার করা হয়।