দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ‘‘মানুষ মানুষের জন্য-জীবন জীবনের জন্য’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে বিজয় দিবস ও মুজিব বর্ষ উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্প, মাক্স ও শীতবস্ত্র বিতরণ করেছেন আওয়ামী যুবলীগ‘র কেন্দ্রীয় কমিটির সদস্য রোটারিয়ান আতাউর রহমান খান আঁখির।
এ উপলক্ষে ১৬ই ডিসেম্বর চন্ডিগড় মানব কল্যানকামী অনাথালয় চত্ত¡রে দিনব্যাপি এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ওইদিন সকাল থেকে স্থানীয় গরিব ও অসহায় রোগীদের চিকিৎসা সেবা দেয়া হয়। স্থানীয় এমবিবিএস ডাক্তার সহ ঢাকা থেকে আগত দুইজন গাইনী ডাক্তারের তত্বাবধানে ১৫ জনের একটি মেডিকেল টিম এই চিকিৎসা সেবা প্রদান করেন। এতে প্রায় ৫০ ভাগ ঔষধ রোগীদের ব্যবস্থাপত্রের সাথে বিনামূল্যে প্রদান করা হয়। এছাড়া অনাথালয়ের এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র প্রদান ও দুপুরের খাবার প্রদান করেন রোটারিয়ান আখির।
বিতরণ পুর্ব আলোচনায় আঁখির বলেন, আমি দীর্ঘদিন ধরে দ্র্গুাপুর-কলমাকান্দার মানুষের পাশে আছি। করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই সকলকে মাস্ক ও গরীব অসহায়দের আর্থিক সাহায্য প্রদান করে আসছি। আপনাদের দোয়ায় আমার এই কার্যক্রম অব্যাহত থাকবে। সেই সাথে অনাথ শিশুদের উদ্দেশ্যে তিনি বলেন, তাদের যে কোন প্রয়োজনে তাকে স্মরণ করলে তিনি স্বাধ্যমত সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।
এ সময় অন্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, ডাঃ গোলাম মোস্তফা রাব্বী, ডাঃ লূৎফুননাহার লোবা, ডাঃ অনামিকা অবন্তী, আশ্রম মাতা নীসা দেবী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।