Logo
নোটিশ ::
Wellcome to our website...

ময়মনসিংহে ট্রাক চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

রিপোর্টারের নাম / ১৮১ বার
আপডেট সময় :: বুধবার, ২৩ জুন, ২০২১, ৮:৫৪ পূর্বাহ্ন

দিগন্ত ডেক্স : ট্রাক চাপায় ময়মনসিংহের মুক্তাগাছায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন, সবাই ইটভাটায় কাজ করতেন বলে যানাযায়। মঙ্গলবার (২২জুন) রাত ৮ টার দিকে ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কের হরিনাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার ঘোগা ইউনিয়নের চারিপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে সেলিম মিয়া (২১),আবুল কাশেমের ছেলে সবুজ মিয়া (২০)লাল মিয়ার ছেলে অন্তর মিয়া (১৯)। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানার ওসি দুলাল আকন্দ।

তিনি বলেন, নিহত ৩ জনই ইট ভাটায় শ্রমিক হিসাবে কাজ করতেন। প্রতিদিনের মত কাজ শেষে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে হরিনাতলা এলাকায় যেতেই টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি গাছের চারা বোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। গুরুতর আহত হয় দুজন। আহতদের উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরেকজনকে মৃত ঘোষণা করেন। অপরজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতলে স্থানান্তর করেন। সেখানে নেয়ার পথে তৃতীয় জনের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ঘাতক ট্রাকটি চালকসহ আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর

Theme Created By ThemesDealer.Com