দিগন্ত ডেক্স : ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ৪জনের মৃত্যু হয়েছে। তারা সবাই করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃতরা হলেন ময়মনসিংহ সদরের রাশিদা খাতুন (৫৫), নান্দাইল উপজেলার মইজ উদ্দিন (৭০), গফরগাঁও উপজেলার মাহফুজা (৬০) ও জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মোজাম্মেল (৫৫)। এদিকে জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন দুই জন। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, হাসপাতালে বর্তমানে আইসিইউতে এক জনসহ মোট ৫৮ জন রোগী করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন। এ নিয়ে চলতি অক্টোবর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ৯৬ জনের মৃত্যু হলো।