Logo
নোটিশ ::
Wellcome to our website...

মনোনয়নপত্র নিলেন খোকন, বললেন কঠিন সময় পার করছি

রিপোর্টারের নাম / ৩০৮ বার
আপডেট সময় :: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯, ১১:৫১ পূর্বাহ্ন

দিগন্ত নিউজ ডেক্স : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান মেয়র সাঈদ খোকন।

বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তিনি বলেন, জীবনের কঠিন সময় পার করছি। এই সময়ে সবাইকে পাশে থাকার আহ্বান জানান ডিএসসিসির নগরপিতা।

এসময় গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অবিভক্ত ঢাকার মেয়র হানিফের ছেলে খোকন।বলেন, ‘পিতার হাত ধরে রাজনীতিতে এসেছি। আজ পিতা নেই। পিতার অবর্তমানে আমার অভিভাবক আমার নেত্রী শেখ হাসিনা। তিনি যেটা ভালো মনে করবেন, সেটাই করবেন।’

মেয়র খোকন বলেন, ‘আমার রাজনৈতিক জীবনে একটা কঠিন সময় যাচ্ছে। এই কঠিন সময়ে ঢাকাবাসীকে আমি আহ্বান জানাই, আমার জন্য একটু দোয়া করবেন। প্রিয় দেশবাসী, আমার জন্য দোয়া করবেন।’

তিনি কঠিন সময়ের কথা বললেও ব্যাখ্যা দেননি। আগামী ৩০ জানুয়ারি ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনে ভোট হবে। দক্ষিণে মেয়র পদে লড়তে এরইমধ্যে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন দলের আরও দুই হেভিওয়েট নেতা। তারা হলেন-সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও হাজী সেলিম। আরও কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা মনোনয়ন ফরম কিনতে পারেন।

ঢাকা দক্ষিণে মেয়র পদে সাঈদ খোকন মনোনয়ন পাবেন কি না, তা নিয়ে এরইমধ্যে আলোচনা শুরু হয়েছে। অনেকে এই সিটি প্রার্থী বদলের কথা বলছেন। তবে এ বিষয়ে আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি।

জীবনের কঠিন সময় পার করছেন জানিয়ে দক্ষিণের এই মেয়র বলেন, ‘এই সাড়ে চার বছর ঢাকা শহরে ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে সক্ষম হয়েছি। ঢাকাবাসী সুখে-দুঃখে, ঢাকাবাসীর আপদে-বিপদে পাশে ছিলাম।’

ভবিষ্যতেও নগরবাসীর পাশে থাকবেন জানিয়ে তিনি বলেন, ‘আল্লাহকে হাজির-নাজির করে বলি, আমি কখনও কর্তব্যে অবহেলা করিনি। এই শহরের মানুষের জন্য, এই কঠিন সময়ে ঢাকাবাসী, দেশবাসী যদি আমার পাশে দাঁড়ান, আমি আগামী পাঁচ বছর আপনাদের পাশে থাকব।’

বাকি কাজ শেষ করতে পারার জন্য দোয়া চেয়ে খোকন বলেন, ‘আপনাদের সুখে-দুঃখে যেভাবে ছিলাম, সেভাবেই যাতে আপনাদের পাশে থাকতে পারি। অনেক কাজ করেছি। কিছুটা কাজ বাকি আছে, সে কাজগুলো যেন শেষ করে যেতে পারি। ঢাকা শহরের মানুষের সুখে-দুঃখে আমি পাশে ছিলাম। আজকের এই কঠিন সময়ে প্রিয় ঢাকাবাসীর কাছে, আমার দেশবাসীর কাছে আমি দোয়া চাই। আমি যাতে কামিয়াব হই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর

Theme Created By ThemesDealer.Com