দিগন্ত ডেক্স : মাগুরা সদরের বুজরুক শ্রীকুন্ডি কলেজের শহীদ মিনার ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২০ ফেব্রুয়ারি) রাতে অজ্ঞাত র্দুবৃত্তরা শহীদ মিনারটি ভাঙচুর করেছে বলে কলেজ কর্তৃপক্ষ ধারণা করছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা জানিয়েছে শহীদ মিনারটি পুনরায় নির্মাণ করা হয়েছে। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কলেজ অধ্যক্ষ কাজল কুমার দে জানান, ২০১৭ সালে নিজস্ব উদ্যোগে এ শহীদ মিনারটি কলেজে নির্মিত হয়। প্রতিবছরের ন্যায় এবারো শিক্ষকদের নিয়ে তিনি সকালে এখানে ফুল দিতে এসে এটি ভাঙা অবস্থায় মাটিতে লুটিয়ে থাকতে দেখেন। অজ্ঞাত দুবর্ত্তরা এটি রাতের আধারে ভেঙে দিয়েছে। এটির যথাযথ তদন্ত হওয়া জরুরি।