কলমাকান্দা(নেত্রকোণা)প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দায় সদর ইউনিয়নের দুঃস্থ মানুষের ৭৫০ জন পরিবারদের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে ত্রান সহায়তা করলেন স্থানীয় ব্যবসায়ী মালিক সমিতি ।
একটু ভাবনা, একটু পরিকল্পনা, একটু প্রচেষ্টা, একটু বাস্তব সম্মত পদক্ষেপ এসব কিছুকে লালন করেই কলমাকান্দা ব্যবসায়ী মালিক সমিতি এর উদ্যোগে করোনা ভাইরাস প্রার্দুভাবের কারণে মহামারী প্রতিরোধে চলমান লকডাউনে সীমাবদ্ধতার মাঝেও দুঃস্থ মানুষের ৭৫০টি পরিবারে পাশে সাধ্য অনুযায়ী দাঁড়িয়েছেন।
বৃহস্পতিবার দিনব্যাপী কলমাকান্দার সদর ইউনিয়নের বাজারসহ কযেকটি গ্রামে ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন স্থানীয় ব্যবসায়ী মালিক সমিতি । দুঃস্থ মানুষের ৭৫০ জন পরিবারদের মধ্যে ৭ কেজি চাল, ১ কেজি আটা, ১ কেজি আলু,১ কেজি লবণ, হাফ কেজি ডাল, পেয়াজ হাফ কেজি ও একটি সাবান বিতরণ করা হয়।
স্থানীয় ব্যবসায়ী মালিক সমিতি’র সাধারণ সম্পাদক সুজন সাহা জানান, করোনা ভাইরাসের প্রভাবে সরকারি বিধি নিষেধের কারণে সাধারণ মানুষ যখন ঘরে থাকতে বাধ্য হচ্ছে, ঠিক সেই সময় কর্মহীন হত-দরিদ্র মানুষের দুর্ভোগ দুদর্শা লাঘবে সাধ্য অনুযায়ী আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আপনারাও যার যার অবস্থান থেকে এগিয়ে আসুন। প্রয়োজনে এই মহাদুর্যোগে আমারা আবার এ ত্রাণ সহায়তার কর্মসূচী নিবো।