দিগন্ত বাংলা ডেক্স : বৃহস্পতিবার সকালে আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছাবে বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মরদেহ। একই ফ্লাইটে তার স্ত্রী-সন্তানসহ পরিবারের অন্যান্য সদস্য ঢাকায় আসবেন।
সোমবার রাত সোয়া ১১ টার দিকে খোকা পরিবারের ঘনিষ্টজন নূর হোসেন এবং বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
সাদেক হোসেন খোকার শ্যালক শফিউল আজম খান জানিয়েছেন, পরিবারের পক্ষ থেকে তার মৃতদেহ ঢাকায় আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সাদেক হোসেন খোকার ইচ্ছা অনুযায়ী জুরাইন কবরস্থানে তাকে তার বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে।
সাদেক হোসেন খোকা নিউইয়র্ক সময় রাত ২:৫০ মিনিটে ও বাংলাদেশ সময় সোমবার দুপুর ১:৫০ মিনিটে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ক্যান্সার আক্রান্ত খোকা নিউইয়র্কের মেমোরিয়াল স্লোয়েন ক্যাটারিং ক্যান্সার ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।