দিগন্ত নিউজ ডেক্স : আগামী বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানো করোনাভাইরাস নিয়ে জাতিকে দিকনির্দেশনা দেবেন বলে ধারণা করা হচ্ছে।
আজ সোমবার সচিবালয়ে এই তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানানো হয়েছে।এর আগে সর্বশেষ গত ১৭ মার্চ মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।