দিগন্ত ডেক্স : করোনা আক্রান্ত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ তার পুরো পরিবার। অন্যরা হলেন- সোহেলের স্ত্রী ও তার দুই মেয়ে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিএনপি নেতা সোহেলের পুরো পরিবার করোনা আক্রান্ত হয়েছে। তার স্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) চিকিৎসা নিচ্ছেন।
এছাড়া পরিবারের বাকি সদস্যরা বাসায় চিকিৎসা নিচ্ছেন। তারা বিএনপি নেতাকর্মী ও দেশবাসীর কাছে সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন।