কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের পিতা প্রাক্তণ ইউপির চেয়ারম্যান হাজী মোস্তফা কামাল মুনছুর (ফরিদ) এর দাফন সম্পন্ন হয়েছে।
আজ শুক্রবার (২ এপিল) বিকাল সাড়ে ৫ টায় উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের চত্রংপুর গ্রামে জানাজার নামাজ শেষে তাকে রাত সাড়ে ৮ টায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
ওই দিন বেলা সাড়ে ১১ টায় কলমাকান্দা সদর ইউনিয়নের চত্রংপুর গ্রামে তার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রবীন মুরব্বী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজে জেলা ও উপজেলার বিএনপি, অঙ্গসংগঠন এবং ভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ হাজারো মুসল্লীগন অংশ গ্রহন করেন ।