নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় শুক্রবার রাতে এক কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করে বরকে ৫০ হাজার টাকা জরিমানা করা করেছেন স্থানীয় উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা।
ইউএনও জানান, উপজেলার ঘোষপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে মেহেদি হাসান ইমনের (১৭) সঙ্গে ১৫ বছর বয়সী এক কিশোরীর বিয়ের আয়োজন করা হয়েছিল। বিষয়টি স্থানীয়দের কাছে জানতে পেরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পপি রানী তালুকদার ও পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে গিয়ে তিনি বিয়েটি ভেঙে দেন এবং বরকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় তিনি উভয়পক্ষের কাছ থেকে মুচলেকাও নিয়েছেন বরের বয়স কমপক্ষে ২১ বছর ও কনের বয়স কমপক্ষে ১৮ বছর না হওয়া পর্যন্ত যেন তারা বিয়েতে সম্মতি না দেন।