মামুন রনবীর দুর্গাপুর থেকে : এই অসহায় পিতার আর্তনাদ শোনার কেউ আছে? আজ সকালে বাড়ি ফেরার পথে বালুবাহী ট্রাক পিষে দিলো তার স্নেহের সন্তানকে। পিষে দিলো হাজারো স্বপ্ন। পিষে দিলো একটা সম্ভাবনা।
প্রতি মাসে এই ট্রাকগুলো পিষে দিচ্ছে মানুষ। অথচ উল্লেখযোগ্য কোন শাস্তি হচ্ছেনা। বিরিশিরি-শ্যামগঞ্জ নতুন সড়ক নির্মাণের পর এ পর্যন্ত কতো মানুষ পিষে ফেললো বালুবাহী ট্রাক অথচ কোন প্রতিকার নেই। এই সড়কে ওঠলেই ট্রাকগুলো হয়ে ওঠে বেপরোয়া দানব।
অনেকবার স্থানীয় সংসদ সদস্য থেকে শুরু করে স্থানীয় প্রশাসন এদের হুঁশিয়ারি দিয়েছেন।কিছুদিন ভালো গেছে। এরপর আবার বেপরোয়া চলাচল। প্রতি মাসে ট্রাক চাপায় মানুষ মরবে এটি যেন দুর্গাপুরে রুটিন হয়ে গিয়েছে। এই দানব ট্রাক কবে শৃঙ্খলার মধ্যে আসবে? প্রশ্ন সবার কাছে।
এদের ব্যাপারে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ জরুরি।পাশাপাশি সচেতন হতে হবে মানুষকে। যারা এই পথে নিয়মিত চলাচল করেন তারা সোচ্চার হলে ট্রাকগুলো শৃঙ্খলায় আসতে বাধ্য।
দানব ট্রাক মানুষ পিষে ফেলছে এমন চিত্র আমরা আর দেখতে চাইনা। আমরা নিরাপদে চলতে চাই। চাই সবুজ শহর।