দিগন্ত নিউজ ডেক্স : নেত্রকোনার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নে প্রবাস বন্ধু কল্যান এসোসিয়েশন ও বাংলাদেশ মৎস অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) সৈয়দ আরিফ আজাদ এর যৌথ উদ্যোগে মঙ্গলবার (৩১ মার্চ) মহামারি করোনা ভাইরাসের কারণে কর্মহীন দরিদ্র অসহায় ২০০ পরিবারে মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে । এসব ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, লবণ ও আলু।
ত্রাণ বিতরণের সময় অপস্হিত ছিলেন, সংগঠনের সভাপতি মিজানুর রহমান খান (সোয়েব), সাধারণ সম্পাদক মাসুদুর রহমান (লিপু), কোষাধাক্ষ ও নেত্রকোণা জেলা সেচ্ছাসেবক লীগের সমাজ কল্যান বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম খান (হিরণ), সাহতা ইউপি সদস্য মোঃ ফারুক মিয়া ও ইলিয়াস হোসাইন প্রমূখ।
ত্রান বিতরণ পুর্ব আলোচনায় বক্তারা বলেন, এলাকার প্রায় প্রত্যেকটিতে পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। উপস্থিত লোকদের নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল, নিজের সুরক্ষা নিশ্চিত করণ এবং সরকারি বিধিনিষেধ গুলো মেনে চলতে আহবান জানান। সেই সাথে দেশে এই ক্রান্তিলগ্নে সমাজের সকল বিত্তশালীদের এগিয়ে আসার অনুরোধ জানান।