দিগন্ত ডেক্স : বাগেরহাট সদর উপজেলার ষাট গম্বুজ ইউনিয়নের খান জাহানিয়া বসত ভিটা সরকারী বিষ পুকুর থেকে মোঃ হারুন হাওলাদার নামে এক দিন মজুরকে হাত- পা বাধা অবস্থায় উদ্ধার করেছে স্থানীয় জনগন। রবিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে। মোঃ হারুন হাওলাদার বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের মগরাহাট গ্রামের ইশারত হাওলাদারের ছেলে।
খোজ নিয়ে জানা যায়, প্রতিদিনের ন্যায় মোঃ হারুন হাওলাদার বাড়িতে ঘুমিয়েছিলেন। রাত্র পৌন তিনটার দিকে হারুনকে কাকা বলে ডাকলে সে ঘর থেকে বের হলে ৫/৬ জন সন্ত্রাসী তার মুখ কাপড় দিয়ে চেপে ধরে খান জাহানিয়া বসত ভিটা সরকারী বিষ পুকুরের পাশে নিয়ে যায় সন্ত্রাসীরা। এ সময় একটি সাদা কাগজে সই নেয় সন্ত্রাসীরা। পরে সন্ত্রাসীরা মোঃ হারুন হাওলাদারের হাত-পা বেধে বস্তার ভিতর ভরতে গেলে সন্ত্রাসীদের সাথে ধস্তা-ধস্তি হয় ও হারুন হাওলাদার বাচাও বলে চিৎকার দেয়।
এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ আহত মোঃ হারুন হাওলাদারকে দেখতে সদর হাসপাতালে গিয়েছে। বিষয়টি সঠিক তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।