দিগন্ত নিউজ ডেক্স : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় শাহাবুল ইসলাম (৩৫) এক বাংলাদেশি শ্রমিককে গুলি করে লাশ নিয়ে গেছে বিএসএফ।শনিবার ভোরে উপজেলার পাড়িয়া সীমান্তের ৩৮৪/৩-৪ সাব-পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহাবুল আমজানখোর ইউনিয়নের তারাঞ্জুবাড়ি গ্রামের তমিজউদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, উপজেলার পাড়িয়া সীমান্ত এলাকায় নিহত শাহাবুলের লাশ বিএসএফ ভারতে নিয়ে যায়। পাড়িয়া সীমান্তের বিপরীতে ভারতের ইসলামপুর থানার বারঘোরিয়া বিএসএফের টহলদলের গুলিতে শাহাবুল নিহত হয় বলে দাবি তাদের।
বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) একেএম আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত শাহাবুলের লাশ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী নিয়ে গেছে।
এ বিষয়ে ঠাকুরগাঁও-৫০ বিজিবির অধিনায়ক এএসএম সামিউন নবী চৌধুরী জানান, তিনি ছুটিতে আছেন। তবে ঘটনাটি তিনি শুনেছেন।