কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি : কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে নেত্রকোণার কলমাকান্দায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (৬ ডিসেম্বর) বিকালে বিক্ষোভ মিছিলটি উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সড়কে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান সেলিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাসের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, উপজেলা যুবলীগ নেতা সোহেল রানা, শামসুদ্দিন খান টিপু, জি,এস আব্দুল ওয়াহাব, আব্দুল আজিজ, গোলাম হোসেন, মাসুদ কবীর, ইব্রাহীম মিয়া,স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল মিয়া, যুবরাজ খান সেলিম, যুবশ্রমিক লীগ নেতা রুকন উদ্দিন বাবু, ফারুক মিয়াসহ আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমিক যুব লীগসহ অন্যান্য নেতা- কর্মীবৃন্দ।