দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পথ পাঠাগার এর আয়োজনে কুল্লাগড়া অনাথ আশ্রমের শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে এই সামগ্রীগুলো বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পথ পাঠাগারের সভাপতি নাজমুল হুদা সারোয়ার, যুগ্ম সাধারন সম্পাদক রাজেশ গৌড়, সাংবাদিক শফিকুল ইসলাম সজীব, এসবি রক্তদান ফাউন্ডেশন এর সভাপতি সৈকত সরকার, আশ্রম মহারাজ স্বামী কাশিকানন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় আশ্রম কর্তৃপক্ষ পথ পাঠাগারের সাফল্য কামনা করেন।