Logo
নোটিশ ::
Wellcome to our website...

ফোন পেয়ে, কোয়ারেন্টিনে থাকা সদস্যের রাতেই খাদ্য সহায়তা দিলেন ওসি

রিপোর্টারের নাম / ৩১৯ বার
আপডেট সময় :: শনিবার, ৪ এপ্রিল, ২০২০, ৮:০৯ পূর্বাহ্ন

সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জের তাহিরপুরে হোম কোয়ারেন্টিনে থাকা বালু পাথর শ্রমিক পরিবারের সাত সদস্যের জন্য খাদ্য সহায়তা বাড়ি বয়ে পৌছে দিলেন থানার ইন্সপেক্টর (ওসি) মো. আতিকুর রহমান। শুক্রবার রাত ১১টায় উপজেলার বাদাঘাট উওর ইউনিয়নের মল্লিকপুর গ্রামে ওসি নিজের ব্যাক্তিগত তহবিল হতে নিজেই ওই পরিবারের গিয়ে হোম কোয়ারেন্টিনে থাকা সদস্যদের খাদ্য সহায়তা তুলে দেন।

জানা গেছে, ঢাকার গাজীপুরে তৈরী পোষাক কারখানা শ্রমিক সর্দি জ্বর কাশিতে মৃত্যুর পর নিকটাত্বীয় হিসাবে নামাজে জানাজা ও দাফনে শরীক হতে উপজেলার মাহতাবপুর গ্রামে বৃহস্পতিবার রাতে গিয়েছিলেন পাশ্ববর্তী মল্লিকপুর গ্রামের শ্রমিক পরিবারের কয়েক সদস্য। জানাজা শেষে গ্রামে ফেরার পর বিষয়টি জানাজানি হলে গ্রামবাসীর ভেতর ওই রাতে করোনা ভাইরাস আতংক ছড়িয়ে পড়ে। গ্রামবাসী রাতেই বিষয়টি উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে জানালে ওই শ্রমিক পরিবারের নারী শিশু পুরুষ সহ সাত সদস্যকে বৃহস্পতিবার রাত হতে দুই সপ্তাহ (১৪) দিন হোম কোয়ারেন্টিনে থাকার নিদের্শনা দেয়া হয়।

শুক্রবার দিনভর নিজ বাড়ি হতে বের না পেতে ওই শ্রমিক পরিবারে দেখা দেয় খাদ্য সংকট। শ্রমিক পরিবারের গৃহকর্তা নিরুপায় হয়ে তাহিরপুর থানার ওসির সরকারি মুঠোফোনে কল করে কান্নাজড়িত হয়ে বলতে থাকেন, স্যার আমরা নিয়ম কানুন জানিনা বলেই নিকটাত্বীয়ের জানাজা ও দাফনে গিয়েছিলাম বলে আজ সারাদিন ঘর হতে বের হতে পারিনি, কাজেও যেতে পারিনি,পরিবারের সদস্যদের জন্য চাল ডাল তৈল সবজি কিছুই কিনতে পারিনি, তাই আজ রাত থেকে আমাদের পরিবারের সবাইকে উপোস পোহাতে হচ্ছে।

ওসি আতিকুর রহমান শ্রমিক পরিবারের দূর্দশার কথা শুনে নিজের ব্যাক্তিগত তহবিল হতে চাল, ডাল, পেয়াজ,আলু,সাবান, শিশু খাদ্য সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কিনে রাতে ছুটে যান শ্রমিকের গ্রামের বাড়ি মল্লিকপুর। গভীর রাতে ওসি নিজে বাড়ি বয়ে খাদ্য সহায়তা তুলে দিতে গেলে শ্রমিক পরিবারের সদস্যরা স্বস্থির নি:শ্বাস ফেলে পুলিশ বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার মল্লিকপুর গ্রামে শ্রমিক পরিবারের আঙ্গিনায় থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই মাহমুদুল হাসান, এএসআই বেলাল হোসেন, প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্য) আলী আহমদ, গ্রামের সমাজসেবক আছদ্দর মল্লিক সহ বেশ ক’জন গ্রামবাসী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর

Theme Created By ThemesDealer.Com