Logo
নোটিশ ::
Wellcome to our website...

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

রিপোর্টারের নাম / ৩০১ বার
আপডেট সময় :: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০, ৯:৫০ পূর্বাহ্ন

দিগন্ত ডেক্স : ফরিদপুরের বোয়ালমারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। শিশুটির মরণঘাতি বাস দু’টিকে আটক করেছে পুলিশ।

জানা যায়, উপজেলার বোয়ালমারী সদর ইউনিয়নের সৈয়দপুর মুসলিম মিশনের সামনে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ২টার দিকে ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী খাতেমা খানম (৬) রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। সে নিজ বাড়ি থেকে রাস্তা পার হয়ে পাশ্ববর্তী তার মামা বাড়ি যাওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়। ফাতেমা সৈয়দপুর গ্রামের কামাল হোসেন ও ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য ইয়াসমিন বেগমের সন্তান।

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

অপরদিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার মল্লিকপুর নামক স্থাকে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক যুবক সাথে সাথে নিহত হয়।নিহত যুবকের নাম মো. শামীম মিয়া (২৩)।সে বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের ঠাকুরপুর গ্রামের তোতা মিয়ার ছেলে।  মোটরসাইকেল আরোহী অপর যুবক মোঃ আশিক মারাত্মক আহত হয়ে ফরিদপুর মেডিকেলে ভর্তি হয়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মৃত্যবরন করে।

এই ঘটনার পারিবারিক সূত্রে জানা যায়, বেলা দেড়টার দিকে শামীম ও আশিক মোটরসাইকেল যোগে ফরিদপুর যাওয়ার পথে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর

Theme Created By ThemesDealer.Com